কবিতা
ভালোবাসার সুভাষ মাখা হৃদয়ের পবিত্র ফুলগুলো তুমি তুলে দিলে অবৈধ প্রেমিকের নোংরা ঐ হাতটিতে?তার কামাতুর দৃষ্টিকে মায়াবী চাহনি ভেবে অসভ্য চোখের সামনে মেলে ধরলে তোমার সমস্ত রূপের ঢালা?কি বড্ড বোকা তুমি! তিলেতিলে গড়ে উঠা তোমার ব্যাক্তিত্ব আর সতিত্বের ঐশ্বর্য সঁপে দিতে পারলে ছদ্দবেশী প্রতারক প্রেমিকের কাছে?অপাত্রে তুলে দিলে জীবনের মুল্যবান সব আমানত।উহ্ কি নিষ্ঠুর তুমি! তোমার অব্যক্ত নির্মল সুন্দর প্রেমময় সব অভিব্যক্তিগুলো বলে দিলে ভন্ড প্রেমিকের নষ্ট কানে?একটু সুখি হওয়ার মিথ্যে আশ্বাসে হৃদয়ের লালিত সুশুভ্র বিশ্বাসগুলো ফেলে দিলে অবিশ্বাসের দুর্গন্ধময় নর্দমায়?আহ্ নিজের প্রতি কত নির্দয় তুমি! তোমার ভুবনভোলা মুক্তোঝরানো হাসিগুলোও দিয়ে দিলে অলীক কল্পনার মিথ্যে আশায়?সুখানুভূতির গভীর নেশায় তুমি বিবেচনার দরজায় কপাট মেরে হারিয়ে গেলে নিষিদ্ধ আবেগের অশুদ্ধ মোহনায়।রাক্ষসে প্রেমিকের দন্ত্য-নখরে ক্ষতবিক্ষত করে ফেললে তোমার বিশুদ্ধ অস্তিত্ব। কি ভিষণ অবিবেচক তুমি!তবে মনে রেখ এর প্রাশ্চিত্ব তোমাকেই করতে হবে। তাই প্রস্তুত হও আগামীর কঠিন বাস্তবতার জন্য। কারণ বর্তমানের রঙ্গ ভেলা নিয়ে যাচ্ছে তোমাকে সংকটময় এক বিবর্ণ ভবিষ্যত পানে। যেখানে বিশাল কাটার স্তুপ থেকে তুলে আনতে হয় এক-একটি প্রেমের গোলাপ। বাকি আছে কি তোমার সেই যোগ্যতা কিবা নৈতিক সাহস?মনে রেখো! আজকের এ রঙ্গিন ফুলগুলো দুর্গন্ধময় অতিত হয়ে দূষণ ছড়াবে তোমার ভবিষ্যতের আবদ্ধ সীমানায়।আবেগগুলো গতিবেগ হারিয়ে মন্থর করবে জীবনের পথচলা। বৈধ প্রেমিককে দেয়ার মত তখন খুঁজে পাবেনা একমুঠো বিশুদ্ধ ভালোবাসা। কারণ অবৈধ প্রেমিকের গান্ধা স্পর্শ নষ্ট করে দিয়েছে তোমার বিশুদ্ধ ভাব কিবা অনুভূতি। তোমার ভালোবাসায় মিশে আছে অবৈধ প্রেমের ক্ষতিকর ভাইরাস। তাই তোমার নষ্ট রুচি হারিয়েছে স্বপ্নময় জীবন বাসন্তে/বাসরে কোকিলের মিষ্টি ডাকে বিমুগ্ধ হওয়ার সুসভ্য যোগ্যতা।মনে রেখো সেদিন জাগ্রত বিবেকের তীব্র ভৎসনা বিব্রত করবে তোমাকে।হৃদয় ফুলদানির দলিত ফুলগুলো তোমাকে তিরস্কার করবে নিদারুণভাবে।অবেলায় হারানো সেই হাসিগুলোর আফসোস তোমাকে কাঁদাবে বারবার। তোমার হৃদয়ের উঠোনে তখন শুনবে সেই ভন্ড প্রেমিকদের অশ্রাব্য অট্টহাসি।জীবনের আঙ্গিনায় বারবার ভেসে উঠবে অতিত জীবনের ভয়ানক অশুভ ছায়া।তখন জীবনটা বড় ভারী হয়ে উঠবে।যার ভার বইতে বইতে তুমি একসময় হাঁপিয়ে উঠবে। বড় অসহ্য লাগবে জীবনকে। নিজেকে। আশা করবে মৃত্যুর পরের জীবনে সুখি হওয়ার। কিন্তু সেটা যে হবে আরো মর্মান্তুক ও বিপদসংকুল। সুতরাং বোন তুমি এবার থামো ফিরে আসো প্রভুর নির্ধারিত সীমানায়।জীবনের আলোকিত রাজপথেনির্মলতার মশাল ধরে...."মিনতি"Source: https://cutt.ly/uAsYmKz
ভালোবাসার সুভাষ মাখা হৃদয়ের পবিত্র ফুলগুলো তুমি তুলে দিলে অবৈধ প্রেমিকের নোংরা ঐ হাতটিতে?
তার কামাতুর দৃষ্টিকে মায়াবী চাহনি ভেবে অসভ্য চোখের সামনে মেলে ধরলে তোমার সমস্ত রূপের ঢালা?
কি বড্ড বোকা তুমি!
তিলেতিলে গড়ে উঠা তোমার ব্যাক্তিত্ব আর সতিত্বের ঐশ্বর্য সঁপে দিতে পারলে ছদ্দবেশী প্রতারক প্রেমিকের কাছে?
অপাত্রে তুলে দিলে জীবনের মুল্যবান সব আমানত।
উহ্ কি নিষ্ঠুর তুমি!
তোমার অব্যক্ত নির্মল সুন্দর প্রেমময় সব অভিব্যক্তিগুলো বলে দিলে ভন্ড প্রেমিকের নষ্ট কানে?
একটু সুখি হওয়ার মিথ্যে আশ্বাসে হৃদয়ের লালিত সুশুভ্র বিশ্বাসগুলো ফেলে দিলে অবিশ্বাসের দুর্গন্ধময় নর্দমায়?
আহ্ নিজের প্রতি কত নির্দয় তুমি!
তোমার ভুবনভোলা মুক্তোঝরানো হাসিগুলোও দিয়ে দিলে অলীক কল্পনার মিথ্যে আশায়?
সুখানুভূতির গভীর নেশায় তুমি বিবেচনার দরজায় কপাট মেরে হারিয়ে গেলে নিষিদ্ধ আবেগের অশুদ্ধ মোহনায়।
রাক্ষসে প্রেমিকের দন্ত্য-নখরে ক্ষতবিক্ষত করে ফেললে তোমার বিশুদ্ধ অস্তিত্ব।
কি ভিষণ অবিবেচক তুমি!
তবে মনে রেখ এর প্রাশ্চিত্ব তোমাকেই করতে হবে।
তাই প্রস্তুত হও আগামীর কঠিন বাস্তবতার জন্য।
কারণ বর্তমানের রঙ্গ ভেলা নিয়ে যাচ্ছে তোমাকে সংকটময় এক বিবর্ণ ভবিষ্যত পানে।
যেখানে বিশাল কাটার স্তুপ থেকে তুলে আনতে হয় এক-একটি প্রেমের গোলাপ।
বাকি আছে কি তোমার সেই যোগ্যতা কিবা নৈতিক সাহস?
মনে রেখো! আজকের এ রঙ্গিন ফুলগুলো দুর্গন্ধময় অতিত হয়ে দূষণ ছড়াবে তোমার ভবিষ্যতের আবদ্ধ সীমানায়।
আবেগগুলো গতিবেগ হারিয়ে মন্থর করবে জীবনের পথচলা।
বৈধ প্রেমিককে দেয়ার মত তখন খুঁজে পাবেনা একমুঠো বিশুদ্ধ ভালোবাসা।
কারণ অবৈধ প্রেমিকের গান্ধা স্পর্শ নষ্ট করে দিয়েছে তোমার বিশুদ্ধ ভাব কিবা অনুভূতি।
তোমার ভালোবাসায় মিশে আছে অবৈধ প্রেমের ক্ষতিকর ভাইরাস।
তাই তোমার নষ্ট রুচি হারিয়েছে স্বপ্নময় জীবন বাসন্তে/বাসরে কোকিলের মিষ্টি ডাকে বিমুগ্ধ হওয়ার সুসভ্য যোগ্যতা।
মনে রেখো সেদিন জাগ্রত বিবেকের তীব্র ভৎসনা বিব্রত করবে তোমাকে।
হৃদয় ফুলদানির দলিত ফুলগুলো তোমাকে তিরস্কার করবে নিদারুণভাবে।
অবেলায় হারানো সেই হাসিগুলোর আফসোস তোমাকে কাঁদাবে বারবার।
তোমার হৃদয়ের উঠোনে তখন শুনবে সেই ভন্ড প্রেমিকদের অশ্রাব্য অট্টহাসি।
জীবনের আঙ্গিনায় বারবার ভেসে উঠবে অতিত জীবনের ভয়ানক অশুভ ছায়া।
তখন জীবনটা বড় ভারী হয়ে উঠবে।
যার ভার বইতে বইতে তুমি একসময় হাঁপিয়ে উঠবে।
বড় অসহ্য লাগবে জীবনকে। নিজেকে।
আশা করবে মৃত্যুর পরের জীবনে সুখি হওয়ার।
কিন্তু সেটা যে হবে আরো মর্মান্তুক ও বিপদসংকুল।
সুতরাং বোন তুমি এবার থামো
ফিরে আসো প্রভুর নির্ধারিত সীমানায়।
জীবনের আলোকিত রাজপথে
নির্মলতার মশাল ধরে....
"মিনতি"
Source: https://cutt.ly/uAsYmKz